'ভারত জোড়ো যাত্রা'র মাঝে পড়ে গেলেন কংগ্রেস নেতা, দায় কার?

author-image
Harmeet
New Update
'ভারত জোড়ো যাত্রা'র মাঝে পড়ে গেলেন কংগ্রেস নেতা, দায় কার?

নিজস্ব : মধ্যপ্রদেশের খারগোন জেলার বারওয়াহার কাছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রার মাঝে ঘটলো অঘটন। পড়ে গেলেন সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। ঘটনাটি রাজ্যের রাস্তার অবস্থা নিয়ে বিরোধী দল এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মধ্যে বিবাদের সূত্রপাত ঘটায়। চা বিরতির সময় একটি রেস্টুরেন্টের দিকে যেতে গেলে অঘটনটি ঘটে। পড়ে যাওয়ার পর দিগ্বিজয় সিংকে উঠে দাঁড়াতে সাহায্য করেন মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য কংগ্রেস কর্মী-সমর্থকরা।অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ জানান,"ভারত জোড়ো যাত্রার সময় দিগ্বিজয় সিং এখনও পর্যন্ত চারবার পড়ে গেছেন। তবে, তিনি প্রথমবার মধ্যপ্রদেশে পড়েছেন এবং এর কারণ হল রাজ্যের রাস্তাও খারাপ।" রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করে রমেশ আরো বলেন, 'মধ্যপ্রদেশের রাস্তাগুলি ঘাতক রাস্তা এবং ওয়াশিংটন ডিসির চেয়ে ভাল নয়। খারাপ রাস্তার কারণে আমি রাজ্যে তিনবার পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়েছি।' পাল্টা আক্রমণ করে, বিজেপি নেতা নরেন্দ্র সালুজা ঘটনার ভিডিও টুইট করেছেন এবং বলেছেন যে রাজ্যসভার সাংসদ রাস্তার অবস্থার জন্য নয়, কংগ্রেস কর্মীদের ধাক্কাধাক্কির কারণে পড়ে গেছেন।