G20 প্রেসিডেন্সির বৈঠকের জন্য সেজে উঠেছে স্বরাজ দ্বীপ

author-image
Harmeet
New Update
G20 প্রেসিডেন্সির বৈঠকের জন্য সেজে উঠেছে স্বরাজ দ্বীপ

নিজস্ব সংবাদদাতা : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপ নামে পরিচিত স্বরাজ দ্বীপ শনিবার বিকেলে অনুষ্ঠিত হতে চলা G20 প্রেসিডেন্সির বহু প্রতীক্ষিত বৈঠকের একটি হোস্ট করার জন্য সেজে উঠেছে।৯২.২ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত জুড়ে স্বরাজ দ্বীপের জনসংখ্যা ৫৫০০ জন।পোর্ট ব্লেয়ার থেকে সরকারি ফেরি এবং ব্যক্তিগত ক্রুজে স্বরাজ দ্বীপ পৌঁছতে সময় লাগে আড়াই ঘণ্টা।


যেহেতু স্বরাজ দ্বীপ তার আদিম সৈকতগুলির জন্য পরিচিত, G20-র ভারতের সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা এবং G20 শেরপা অমিতাভ কান্ত শনিবার সকালে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধিদের জন্য কালা পাথর সৈকতে একটি যোগাসনের ইভেন্টের আয়োজন করেন।