মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ভাইয়ের মতোই দেখতেন, দল পরিবর্তন করলেই সম্পর্ক খারাপ হয় না: স্পিকার

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ভাইয়ের মতোই দেখতেন, দল পরিবর্তন করলেই সম্পর্ক খারাপ হয় না: স্পিকার

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভাইয়ের চোখেই দেখতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা-শুভেন্দুর সাক্ষাতের পর এমনটাই বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। শুধু তাই নয়, শিশির অধিকারীকেও যে সম্মান করা হয়, সেকথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, দল বদল হয়ে গেলেও ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়ে যায় না, সেটাই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংবিধান দিবসে শাসক-বিরোধী সৌজন্যের ছবি দেখা যায় বিধানসভায়। শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে কথা বলেন মমতা। এরপর বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মমতা শুভেন্দুকে ভাইয়ের মতো স্নেহ করতেন বলে উল্লেখ করেন। এই সৌজন্য নিয়েই জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। শনিবার এ বিষয়ে স্পিকার বলেন, ‘শুভেন্দুকে ভাইয়ের মতোই দেখতেন মুখ্যমন্ত্রী। শিশিরবাবুকেও সম্মানের চোখে দেখা হয়। শ্রদ্ধা করি। দল পরিবর্তন করলেই ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে হবে, সেটা আমি মনে করি না। সবার সংযত ভাষা ব্যবহার করা উচিত। মুখ্যমন্ত্রী সেটা দেখিয়েছেন।’