নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েন রুনি মনে করেন, নেইমারের অনুপস্থিতি কোনো পার্থক্য তৈরি করবে না। কারণ ব্রাজিলের দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। "হ্যাঁ, আমি নিশ্চিত যে নেইমার না থাকলেও সেলেকাওদের সমস্যা হবে না," রুনি বলেছেন। "তিনি (নেইমার) যখন দলের বাইরে চলে গিয়েছিলেন, তখনও ব্রাজিলের খেলায় প্রভাব পড়েছিল বলে মনে হয় না।"