নিজস্ব সংবাদদাতাঃ নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে প্রতি বছরের মতো এবারও ল্যাতিন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজপথে বিক্ষোভে নামেন লাখ লাখ নারী।জানা গিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে কলোম্বিয়ার বোগোতা পর্যন্ত প্রতিবাদের মিছিলে দেখা যায়। প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন প্রতিবাদী নারীরা। বিশ্বজুড়ে নারীরা যে বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়ে আসছে তা বন্ধে এবং আরও ব্যবস্থা নেওয়ার দাবিতেই মূলত পথে নামে তারা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নারীবাদী গোষ্ঠীগুলো রিফার্মা অ্যাভিনিউতে জড়ো হয়। যেটিকে রাজধানীর প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে। নানা বেশে তারা সেখানে অংশ নেয়। তাদের সঙ্গে অনেক পুরুষ একাত্মতা প্রকাশ করে।
সহিংস পরিস্থিতি এড়াতে আগে থেকেই শত শত পুলিশ রাজপথে অবস্থান নেয়। মেক্সিকোজুড়ে ধর্ষণ এবং খুন ও লিঙ্গ সহিংসতার অবসান চান আন্দোলনকারীরা। দেশটির সরকারের পরিসংখ্যানে জানা গেছে, মেক্সিকোয় প্রতিদিন গড়ে ২০ জনের মতো নারী হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। নারীর প্রতি সহিংসতা নির্মূলের দাবিতে মাদ্রিদ ও বার্সেলোয় পথে নামেন হাজার হাজার মানুষ।