নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকের ফ্রি স্টাইল কুস্তি থেকে সেমি ফাইনালেতে ৫-১২ এর ব্যবধানে পরাজিত হলেন ভারতের বজরং পুনিয়া। তবে ছেলের এই পরাজয়ে এখনও হাল ছাড়েনি বজরংয়ের বাবা বলবান সিং। তিনি জানালেন, 'হার জিত খেলার অঙ্গ। তবে আমি নিশ্চিত ও ব্রোঞ্জ নিয়ে আসবেই'।