ভারতবাসীর দায়িত্ব জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

author-image
Harmeet
New Update
ভারতবাসীর দায়িত্ব জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী



নিজস্ব সংবাদদাতা: ভারতের সংবিধান দিবসে ভারতবাসীকে নিজেদের দায়িত্ব জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সামনে ভারতের মর্যাদা বৃদ্ধি করা ও ভারতের অবদানকে তুলে ধরা ভারতবাসীর দায়িত্ব বলে জানিয়েছেন তিনি। 

No matter how powerful…': PM Modi's firm message on corruption | Latest  News India - Hindustan Times

তিনি বলেন, "ভারতের সামনে নতুন সুযোগ আসছে। সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে ভারত। এখন থেকে এক সপ্তাহ পরে, ভারত জি-২০ সভাপতিত্ব পাবে। এটা খুব বড় বিষয়। টিম ইন্ডিয়া হিসাবে, আমাদের সকলের উচিত বিশ্বের সামনে ভারতের মর্যাদা বৃদ্ধি করা এবং তাদের সামনে ভারতের অবদান তুলে ধরা। এটা আমাদের সম্মিলিত দায়িত্ব"।