একজনকে পিটিয়ে হত্যা, ৪৯ জনের মৃত্যুদণ্ড

author-image
Harmeet
New Update
একজনকে পিটিয়ে হত্যা, ৪৯ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ আলজেরিয়ায় গত বছর বনে আগুন লাগানোর মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় আরও ২৮ জন আসামিকে ১০ থেকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আফ্রিকার দেশটিতে ১৯৯৩ সালে শেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বজায় রেখেছে দেশটি। আলজেরিয়ার তিজি ওজু জেলায় ৩৮ বছর বয়সী জামের বিন ইসমাইলকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠে। তার বিরুদ্ধে বনে আগুন লাগানোর অভিযাগ আনা হয়। সেই সময় প্রচণ্ড গরমে সৃষ্ট দাবানলে উত্তর আলজেরিয়াজুড়ে কমপক্ষে ৯০ জন মারা যান। দাবানল কারণ হিসেবে বনে আগুন দেওয়ার অভিযোগ তুলে সন্দেহের বশে পিটুনিতে জামেল বেন ইসমাইল হত্যা করে কয়েকজন স্থানীয়রা। পরবর্তীতে দেখা যায়, দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে যান তিনি। এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে দার এল-বেইদার আদালত ইসমাইলের হত্যা ও তার দেহ বিকৃত করার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।