নিজস্ব সংবাদদাতা: ২৬ নভেম্বর ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৪ জন নিহত হন। শনিবার এই হামলার ১৪ বছর পূর্ণ হয়েছে। এই হামলার বিষয়ে এবার ভারতকে বিশেষ বার্তা দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন। সন্ত্রাস রুখতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
তিনি বলেন, "মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৪ বছর পূর্তি হয়েছে। ইসরায়েল ভারতের পাশে আছে। দুই দেশই সন্ত্রাসের শিকার। আমাদের একসাথে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসবাদ এবং এর অর্থায়নের বিরুদ্ধে লড়াই করতে ভারত ২ টি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছে, আমরা এর প্রশংসা করি"।