নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে সংবিধান দিবস পালন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি জানিয়েছেন, গোটা বিশ্ব এখন প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, "বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গোটা বিশ্বের চোখ এখন ভারতের দিকে। ভারতের দ্রুত উন্নয়ন, দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতি এবং এর শক্তিশালী বৈশ্বিক ভাবমূর্তির কারণে বিশ্ব আমাদের দিকে বড় প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে"।