নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের দুটি স্কুলে চলল গুলি। ১৬ বছরের বন্দুকবাজের এই হামলায় কমপক্ষে তিনজন নিহত বলে জানা গিয়েছে। যার মধ্যে রয়েছে এক শিশুও। এই হামলায় জখম হয়েছেন অন্ততপক্ষে ১১ জন। শুক্রবার ব্রাজিলের এসপিরিটো সান্টোতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ১০ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে খবর। এসপিরিটো সান্টোতে আরাক্রুজ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে ১৬ বছরের কিশোর তার প্রাক্তন স্কুলের শিক্ষকদের উপর গুলি চালায়। সেই গুলিতেই দু’জনের মৃত্যু হয়। আর ৯ জন জখম হয়েছেন। সেই স্কুলে গুলি চালিয়ে থেমে যায়নি কিশোর। পাবলিক প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল থেকে বেরোনোর পর কাছাকাছি আরেকটি বেসরকারি স্কুলে যায় কিশোর। আধিকারিক সূত্রে খবর, সেই বেসরকারি স্কুলে একটি শিশু মেয়ের উপর গুলি চালায় কিশোর। পরে সেই শিশুর মৃত্যু হয়। আর সেখানে জখম হয় আরও দু’জন। গভর্নর রেনাটো ক্য়াসাগ্র্যান্ডে জানিয়েছেন, সেই কিশোরকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এদিকে তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে সেই স্টেটের তরফে।