সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: শিশুর মৃতদেহ সৎকারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের জলঢাকা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এক দম্পতি ১১ মাসের শিশুর দেহ সৎকার করতে জলঢাকা নদী লাগোয়া শ্মশানঘাটে যান। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা দম্পতিকে বাধা দেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশকর্মী ও মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই শিশুটির অস্বাভাবিক মৃত্যু হয়। ময়নাতদন্তের পর গতকালই দেহ পরিবারের হাতে তুলে দেয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বিকেলে শিশুর বাবা ও সৎ মা দেহ সৎকারের জন্য জলঢাকা নদী সংলগ্ন শ্মশানঘাটে নিয়ে যান। অভিযোগ, এলাকাবাসী তাঁদের বাধা দেন। পরে অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর তাঁদের দেহ সৎকার করতে দেওয়া হয়। তবে শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে পুলিশ।