নিজস্ব সংবাদদাতাঃ ধারেভারে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিল ইরান। নির্ধারিত ৯০ মিনিটে গোল করার একাধিক সুযোগ পেয়েছিল ইরান। বাতিল হয়ে যায় একটি গোল, একাধিকবার বল প্রতিহত হয়েছে গোলপোস্টে। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে পরপর দুটি গোল হল ওয়েলসের বিরুদ্ধে। ৯৮ এবং ১০১ মিনিটে ইরানের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে রুজবে এবং রামিন।