নিজস্ব সংবাদদাতাঃ জোরকদমে চলছে রাম মন্দির নির্মাণের কাজ। অযোধ্যায় গর্ভগৃহ এবং নিচতলায় পাঁচটি মণ্ডপ নিয়ে গঠিত রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছে রাম মন্দিরের নির্মাণ কমিটি। রাম মন্দির চত্বরের ৭০ একর এলাকা বাড়ানোর জন্য ট্রাস্ট প্রাঙ্গনের সঙ্গে যুক্ত জমি কেনার প্রস্তুতিও নিচ্ছে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপালের মতে, যেখানে মন্দিরের স্থান খননের সময় অনেক পুরাকীর্তি পাওয়া গিয়েছিল। যে জমিতে সেগুলি রাখা হয়েছে, তা সরকারি জমি। প্রায় ৩ একরের এই জমি সরকারের কাছ থেকে কেনার প্রস্তাব তৈরি করছে ট্রাস্ট।