গোল বাতিল, বাধা পোস্ট, গোল পেয়েও পেল না ইরান

author-image
Harmeet
New Update
গোল বাতিল, বাধা পোস্ট, গোল পেয়েও পেল না ইরান
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে হয়েছে একের পর এক অঘটন। তথাকথিত ছোটো দলকে হারিয়ে দিয়েছে বড় দলগুলোকে। শুক্রবার ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিয়েছে ইরান। ভাগ্য সুপ্রসন্ন থাকলে অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারতো ইরান। একবার দল ওয়েলসের জালে জড়িয়েও গিয়েছিল। কিন্তু তা বাতিল হয়ে যায়। দুটি ক্ষেত্রে বল পোস্টে লেগে প্রতিহত হয়েছে।