নিজস্ব সংবাদদাতাঃ এবার ভয়াবহ বন্যার কবলে সৌদি আরব।বৃহস্পতিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জেদ্দা শহরে ভারী বর্ষণে কমপক্ষে দুইজন নিহত হয়েছে এবং দুই দিন ধরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বৃহস্পতিবার মাত্র ছয় ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। শুক্রবার আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি। বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরও ঘোষণা করেছে যে আবহাওয়ার কারণে কিছু বিমান বিলম্বিত হয়েছে।