নিজস্ব সংবাদদাতাঃ সাত উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত। বড় রান গড়েও হারের মুখ দেখতে হয়েছে তাদের। "আমাদের মোট রান সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলাম। প্রথম ১০-১৫ ওভার বল হাতে ছেলে মোটের ওপর ভালো পারফর্ম করেছে। এটা অন্য মাঠের চেয়ে একটু আলাদা। সেই অনুযায়ী পরিকল্পনা করতে হইয়েছে। আজ আমরা শর্ট অফ লেংথ বোলিং করেছি এবং ল্যাথাম সেখানে আমাদের আক্রমণ করেছে। বিশেষ করে ৪০ তম ওভারে। সেখানেই খেলার গতি বদলে যায়," বলেছেন ধাওয়ান।