নিজস্ব সংবাদদাতাঃ এটিকে মোহন বাগানে ধাক্কা। এসিএলের চোটের কারণে জনি কাউকো ২০২২-২৩ মরসুমের আইএসএল থেকে ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন জনি। চোটের কারণে এটিকে মোহনবাগান আগে থেকেই ফ্লোরেন্টিন পোগবাকে কাজে লাগাতে পারেনি। এবার ফিনল্যান্ডের তারকা জনি কাউকোকে কেন্দ্র করে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে।