স্তনে আনন্দ দেওয়াই বড় আনন্দ

author-image
Harmeet
New Update
স্তনে আনন্দ দেওয়াই বড় আনন্দ

​নিজস্ব সংবাদদাতাঃ মেয়েদের স্তনে আনন্দ দেওয়ার নিয়ম প্রশ্নটি অনেকের কাছে খারাপ মনে হতে পারে, তবে প্রকৃত যৌন শিক্ষা অর্জন এবং প্রকুত যৌন শিক্ষার মাধ্যমে সঙ্গীকে উত্তেজিত করে আনন্দ দিতে পারলে আপনি প্রকুত পুরুষ বলে বিবেচিত হবেন, হবেন আপনার সঙ্গীনির অতিপ্রিয়। মনে রাখবেন দাম্পত্য জীবনে প্রকৃত সুখ টাকা পয়সা দিয়ে কেনা যায় না একথা যেকেউ জানে। স্তনে আনন্দ দেওয়ার নিয়ম কিছু স্পেশাল নিয়ম আছে কারণ স্তন নারীদের এমন একটি যৌন স্পর্শকাতর অঙ্গ যা বিশেষভাবে আলিঙ্গনের মাধ্যমে পূর্ণতা পায়।অনেক ছেলেই জানেন না সঠিক নিয়মে মেয়েদের স্তনে আনন্দ দেওয়া যায়।অথচ শুধুমাত্র স্তনে হাত এবং মুখ চালিয়ে একটি মেয়েকে ১০০% কাবু করে ফেলতে পারেন।ব্রেস্ট, মেয়েদের শরীরের আকর্ষনীয় অংশ গুলোর মাঝে একটি।সেক্সের সময় এটাকে আদর না করলে তো হয়ই না।