নিজস্ব সংবাদদাতাঃ আজ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এদিন বোর্ডের তরফ থেকে বলা হয়, 'কোন প্রতিষ্ঠানে পড়বেন, হোমওয়ার্ক করুন। তাতে চয়েজ ফিলিং করতে সুবিধা হবে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। রেজিস্ট্রেশন একবার করতেই হবে। এবার তিনটি পর্যায়ে কাউন্সেলিং শুরু হবে। আগামী ১৩ আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে। রেজিস্ট্রেশনের পর চয়েজ ফিলিং, তারপর অ্যালটমেন্ট। দ্বিতীয় রাউন্ডে থাকবে আপগ্রেডেশন রাউন্ড। ছুটির দিনেও যেন ভর্তি প্রক্রিয়া চালু থাকে। ৬৪ হাজার ৮৫০ জন পড়ুয়া র্যাঙ্ক পেয়েছে। ৯২ হাজার ৬৯৫ জন পরিক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। এবারে জয়েন্টে ৯৯% উপর পরিক্ষার্থী সফল।'