'চা চক্র' থেকে তৃণমূলকে তুলোধনা দিলীপ ঘোষের

author-image
Harmeet
New Update
'চা চক্র' থেকে তৃণমূলকে তুলোধনা দিলীপ ঘোষের

দিগ্বিজয় মাহালী খড়গপুর : সাত সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় হ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন চা-চক্রের পাশাপাশি খড়গপুর স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা জানার চেষ্টা করেন। তৃণমূল নেতা খুনের প্রসঙ্গে তিনি বলেন, 'রোজই বোম পড়ছে রোজি গুলি চলছে, এখানকার যারা চোর ডাকাত তারাই টিএমসি পার্টির নেতা,সরকারের ক্ষমতা নেই ওদের কন্ট্রোল করার।' তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার প্রসঙ্গে নিজেপি নেতা বলেন, 'টাকা দিয়ে পার্টির পদ নিয়ে নিয়েছে দুষ্কৃতিকারী তৃণমূল নেতারা, পুলিশ খুঁজলে সব ধরা পড়বে।' 

নিয়োগে বাধা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বলেন, 'টাকা নিয়ে চাকরির লোভ দেখিয়ে কাটমানি তুলবেন।' মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে বলেন, 'পার্টির লোকেদের পুষতে গিয়ে কর্মচারীদের টাকা চলে যাচ্ছে।' দুয়ারে রেশন প্রসঙ্গে বলেন, 'ভোটের স্বার্থে দুয়ারে রেশন রাজ্য সরকারের, রেশন ব্যবস্থা লুটের রাজত্ব হয়েছে।' মোদী মমতা সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, 'কেন্দ্রের সাথে কথা বলে সেটেল করুক, গরীব মানুষ কেনো কষ্ট পাবে। ' দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে সোনা পাচারে জামিন প্রসঙ্গে সুর চড়িয়ে আরো বলেন, ' আমাদের লোকেরা কিছু না করলেও ধরে জেলে ঢুকিয়ে দেবে, তৃণমুলের চোর ডাকাত হলেও জামিন পেয়ে যাবে।' ডেঙ্গি ইস্যুতে খড়গপুরে প্রসাশনের ঢিলেমিকে দায়ী করেছেন তিনি। রাজ্যকে পাঠানো কেন্দ্রের ৮০০ কোটি প্রসঙ্গে বলেন, 'কেন্দ্র সরকারের টাকাও লুট হয়ে যায়, রাজ্য সরকারও টাকা দেয়না বঞ্চিত সাধারণ মানুষ।'