নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার দোহাতে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জয়ের সময় এমএস ধোনির একজন ভক্ত ক্যাপ্টেন কুলের নাম লিখিত চেন্নাই সুপার কিংসের একটি হলুদ জার্সি প্রদর্শন করেছিলেন। সিএসকে জার্সি হাতে পোজও দিয়েছেন ওই ক্রিকেট তথা ধোনি ভক্ত। চেন্নাই সুপার কিংস দোহার লুসাইল স্টেডিয়াম থেকে এমএস ধোনি ভক্তের একটি ছবি পোস্ট করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ঘটনাচক্রে, ধোনি ফ্যান একজন ব্রাজিল ভক্তের সাথে পোজ দিচ্ছিলেন কারণ দুজনে সিএসকে জার্সি ধরেছিলেন।