নিজস্ব সংবাদদাতাঃ নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের জন্য লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরের নাম পাওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে দেখা করতে লাহোরে অবতরণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, সেনাপ্রধান নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের রাষ্ট্রপতিকেই নিতে হবে। সিওএএস-এর নাম ঘোষণার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, আইন ও সংবিধান মেনেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জাতিকে 'রাজনৈতিক দৃষ্টিকোণ' দিয়ে এটি দেখা থেকে বিরত থাকার আহ্বান জানান।