নিজস্ব সংবাদদাতাঃ বুধবার থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্রের হামলার জেরে ইউক্রেনের রাজধানী কিভ-সহ লিভিভের মত বড় শহরগুলোও অন্ধকারে ঢাকতে শুরু করে। রুশ ক্ষেপণাস্ত্রের হামলার জেরে পশ্চিম ইউক্রেনের লিভিভ শহর কার্যত অন্ধকারে ঢেকে যায়। লিভিভের একাধিক বিদ্যুৎ কেন্দ্রের উপর ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায়, শহরে অন্ধকার নেমে আসে। তার জেরে লিভিভের হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। রাশিয়ার হামলায় গোটা লিভিভ শহর অন্ধকারে ঢেকে গেলে, হাসপাতালে রোগীদের চিকিৎসাও বন্ধের মুখে পড়ে যায়। ফলে সাধারণ মানুষ নতুন করে আতঙ্কে ভুগতে শুরু করেন। লিভিভের মেয়র জানান, রুশ হামলায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ বহুতল যেমন ভেঙে পড়েছে, তেমনি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। সেই কারণেই গোটা শহর অন্ধকারে ঢেকে গিয়েছে।