নিজস্ব সংবাদদাতা: বারবার কেন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বিতর্কের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপির দিকে আঙুল তুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার মেয়রের অভিযোগ, ʼবেছে বেছে বিশ্বভারতীতে এমন উপাচার্যই পাঠানো হচ্ছে, যিনি এখানকার পরিবেশ নষ্ট করছেন। কোনও শিক্ষা ক্ষেত্রেই এমন পরিবেশ হওয়া বাঞ্ছনীয় নয়।ʼ তিনি আরও বলেন, "আগে বামেদের ত্রাস ছিল, এখন দেখে দেখে এমন উপাচার্য পাঠানো হচ্ছে যাঁর আদর্শ আরএসএস৷" মত ফিরহাদ হাকিমের ।