পাকিস্তানী পতাকা ইস্যুতে পশ্চিমবঙ্গ পুলিশের বিরোধিতায় তরুণজ্যোতি
সীমান্তপারের লড়াই অব্যাহত থাকবে! অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে পাশে বসিয়ে পাকিস্তানকে কড়া বার্তা মোদী
ভারতের ভয়ে নাজেহাল পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করছে পাক সেনারা
ভারতে প্রবেশ করতে পারবে না পাকিস্তানের পতাকা! নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার
হাতে নয় ভাতে মারার পরিকল্পনা ভারতের! পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা
সিন্ধু জলের পথ আটকে ভারত কিছু নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান, ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিরাপত্তা বাহিনীর হাতে জঙ্গিদের ব্যবহার করা আল্ট্রা কমিউনিকেশন সিস্টেম! কীভাবে ব্যবহার করেছিল পহেলগাঁও হামলায়
মাধ্যমিকে স্বউজ্জ্বল সৌম্যদীপ, দেওয়া হল শুভেচ্ছা বার্তা
পার্ক থেকে উদ্ধার ঝুলন্ত কিশোরীর দেহ! শহর জুড়ে উত্তেজনা

একাত্তর নিয়ে যা বললেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

author-image
Harmeet
New Update
একাত্তর নিয়ে যা বললেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া তার মেয়াদের শেষ প্রকাশ্য ভাষণে কথা বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর পরাজয় নিয়ে। তিনি বলেছেন, সাবেক পূর্ব পাকিস্তান ছিল একটি রাজনৈতিক ব্যর্থতা, সামরিক নয়। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে এক বার্ষিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেশিরভাগ মানুষ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কর্মকাণ্ড ও পদক্ষেপ নিয়ে আলোচনা এড়িয়ে যেতে চায় বলে উল্লেখ করেছেন জাভেদ বাজওয়া। তিনি বলেন, 'আমি কিছু তথ্য সংশোধন করতে চায়। প্রথমত, সাবেক পূর্ব পাকিস্তান সামরিক ব্যর্থতা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ব্যর্থতা।' জেনারেল জাভেদ বাজওয়া বলেছেন, ওই সময় যুদ্ধে পাকিস্তানের সেনাদের সংখ্যা ৯২ হাজার ছিল না, এই সংখ্যা ছিল মাত্র ৩৪ হাজার। বাকিরা ছিলেন সরকারের বিভিন্ন দফতরের কর্মী। ভারতীয় সেনাবাহিনীর আড়াই লাখ সেনা ও মুক্তি বাহিনীর ২ লাখ সদস্যের বিরুদ্ধে এই ৩৪ হাজার লড়াই করে। তার দাবি, এই বিপুল প্রতিকূলতার মুখেও আমাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং আত্মত্যাগের উদহারণ সৃষ্টি করেছে। যা ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেকশ স্বীকার করেছেন। তিনি বলেছেন, দেশ এই আত্মত্যাগের মূল্য এখনও দেয়নি, যা বড় ধরনের অবিচার। এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে আমি সেই শহীদদের অভিবাদন জানাতে চায় এবং তা করে যাব। তারা আমাদের বীর, দেশের উচিত তাদেরকে নিয়ে গর্বিত হওয়া।