নিজস্ব সংবাদদাতা: সাত হাজার কোটি টাকায় বিসলেরি ইন্টারন্যাশানাল কিনছে টাটা কনজিউমার প্রোডাক্টস। বৃহস্পতিবার এমটাই জানান বিসলেরির চেয়ারম্যান রমেশ চৌহান। বোতলজাত পানীয় জল সংস্থা বিসলেরির নয়া মালিক হতে চলেছে টাটা গোষ্ঠী। যদিও এখনও এই বিষয়ে বিসলেরি ইন্টারন্যাশানাল বা টাটা কনজিউমার প্রোডাক্টস মুখ খোলেনি।