নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত মুনির বর্তমানে পাক সেনার কোয়ার্টার মাস্টার জেনারেল পদে রয়েছেন। ২০১৮-র অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিজি পদে ছিলেন তিনি। কাকতালীয়ভাবে সেই সময় আইএসআই পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ ওঠে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির ওই গাড়ি বোমা হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। পাক সরকার সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর সেনাপ্রধানের পদ থেকে অবসর নিতে পারেন জেনারেল বাজওয়া। প্রেসিডেন্টের ছাড়পত্র পেলে সেদিনই নয়া সেনাপ্রধানের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল মুনির।