নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ কংসাবতী নদী ক্রমশ গ্রাস করে নিচ্ছে বিঘার পর বিঘা জমি। ফসলের জমি ছাড়াও ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ার আশংকা। এক কথায় কংসাবতী নদী গর্ভে চলে যাচ্ছে গ্রাম সহ বিঘার পর বিঘা বিভিন্ন ফসলের জমি। বেশ কয়েক দিনের বর্ষণে কংসাবতী নদীর জল বেড়েছে। মুকুটমণিপুর জলাধার থেকেও ছাড়া হয়েছে জল। মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া থেকে গুড়গুড়িপাল পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন ধ্বংসের চিত্র দেখা দিয়েছে। গুড়গুড়িপাল এলাকায় নদী পাড়ে ফের কৃষিজমি নদী গর্ভে তলিয়ে যাওয়ার চিত্র উঠে এলো। তিন দিনের মধ্যে ৩০ বিঘার বেশি ধান ও বিভিন্ন সবজি জমি জলের তলায় চলে গিয়েছে বলে জানান এলাকার কৃষকরা। নদীগর্ভে চলে যাওয়ায় মাথায় হাত তাঁদের।