নির্বাচনে হেরে এবার লেখালেখিতে মনোযোগ দেবেন মাহাথির

author-image
Harmeet
New Update
নির্বাচনে হেরে এবার লেখালেখিতে মনোযোগ দেবেন মাহাথির

নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবার নিজের লেখালেখিতে মনোযোগ দিতে চান। রাজনৈতিক জীবনের প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। এরপর তিনি তাঁর নতুন লক্ষ্যের কথা জানালেন। গত শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিজের লংকাউয়ি আসনে ভোটে দাঁড়িয়ে পাঁচজনের মধ্যে চতুর্থ হন ৯৭ বছর বয়সী মাহাথির। প্রথমবারের মতো নির্বাচনে হারের পর তিনি বলেন, 'পরাজয় মেনে নিয়েছি।' তবে রাজনীতি ছেড়ে দেবেন কিনা, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। তবে এখন তিনি মালয়েশিয়ার ইতিহাস নিয়ে লেখালেখি করবেন বলে জানান। নিজের ফেসবুক পেজে মাহাথির লিখেছেন, ‘মালয়েশিয়ার ইতিহাসে অনেক ঘটনা আছে, যার কোনো রেকর্ড নেই। এর মধ্যে ব্রিটিশ শাসনামলের নানা ইতিহাস রয়েছে।’