নিজস্ব সংবাদদাতাঃ ইরানে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর ফলে সৃষ্ট বিক্ষোভের বিষয়ে পশ্চিমা দেশগুলো 'ভিত্তিহীন ও ভ্রান্ত' পরিবেশ তৈরি করেছে বলে জানিয়েছেন ভারত সফররত দেশটির রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি। গত সেপ্টেম্বরে কুর্দি-ইরানি ওই নারীর মৃত্যুর পর সাম্প্রতিক ইতিহাসে ইসলামি প্রজাতন্ত্র সবচেয়ে বড় ধরনের ভিন্নমতের মুখোমুখি হয়েছে, যার বিরুদ্ধে হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে আটক করা হয়েছে। আলি বাঘেরি বৃহস্পতিবার বলেন, "ইরানের উন্নয়নের বিষয়ে কিছু পশ্চিমা মিডিয়া যে পরিবেশ তৈরি করেছে তা আমরা দেখেছি। এই পরিবেশ ভিত্তিহীন এবং ভ্রান্ত। আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমা শক্তিগুলোর দ্বারা ইরানি জাতির অধিকার লঙ্ঘিত হচ্ছে।"