নিজস্ব সংবাদদাতা: নানা বিষয়ে বিতর্ক তুলে শিরোনামে প্রায়ই থাকেন মডেল তারকা কিম কার্দাশিয়ানের প্রাক্তন কেনি ওয়েস্টের। তবে এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ আরও ভয়াবহ।প্রাক্তন কর্মীদের অভিযোগ, চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন মিটিংয়ে কিমের খোলামেলা ছবি এবং ভিডিয়ো দেখিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, কেনি নিজের নিরাবরণ ভিডিয়োর সংগ্রহ দেখিয়েছেন মহিলা সহকর্মীদেরl