নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরোধে সহযোগিতার অংশ হিসেবে সী কিং নামের হেলিকপ্টার সরবরাহ করা হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই ঘোষণা দিয়েছেন। জানা গিয়েছে, তিনটি হেলিকপ্টার সরবরাহ করবে যুক্তরাজ্য। ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পর এই প্রথম পাইলট চালিত উড়োজাহাজ ইউক্রেনে পাঠাচ্ছে দেশটি। বেন ওয়ালেস বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে দখলমুক্ত করা ভূখণ্ড রক্ষায় ইউক্রেনকে সহযোগিতায় অতিরিক্ত ১০ হাজার কামানের গোলা সরবরাহ করা হবে। নরওয়ে সফরে থাকা বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এসব অতিরিক্ত গোলা।