এইচআইভি পজিটিভ গর্ভবতী মহিলার করুণ দশার সাক্ষী থাকলো যোগী রাজ্য

author-image
Harmeet
New Update
এইচআইভি পজিটিভ গর্ভবতী মহিলার করুণ দশার সাক্ষী থাকলো যোগী রাজ্য

নিজস্ব সংবাদদাতাস : এইচআইভি পজিটিভ গর্ভবতী মহিলাকে স্পর্শ করা তো দূর তার চিকিৎসা দিতে পর্ন্ত অস্বীকার করলেন চিকিৎসকরা। ফল স্বরূপ চিকিৎসা না পেয়ে বছর ২০-র ওই গর্ভবতীকে হারাতে হল সন্তানকে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার ঘটনা।ফিরোজাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা আনেজা জানিয়েছেন, মহিলার পরিবারের অভিযোগের পর এখন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।একটি বেসরকারি হাসপাতাল স্বাভাবিক প্রসবের জন্য ২০,০০০ টাকা দাবি করার পর মহিলার বাবা তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর, প্রসব বেদনায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চিৎকার করতে থাকা ওই মহিলার দেখাশোনার জন্য কোনো চিকিৎসক বা হাসপাতালের কোনো কর্মীই এগিয়ে আসেননি।





 মহিলার বাবা বলেছেন যে তিনি তার মেয়ের চিকিৎসার জন্য ডাক্তারদের বারবার অনুরোধ করেছিলেন কিন্তু কোন লাভ হয়নি।বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাড়ানোর পর অবশেষে একজন নার্স গর্ভবতী মহিলাকে প্রসব কক্ষে নিয়ে যান। মহিলাটি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন যার শ্বাসকষ্ট ছিল। হাসপাতালের কর্মীরা এমনকি পরিবারকে শিশুটিকে দেখতে দিতে অস্বীকার করে এবং তাকে নবজাতকের যত্ন ইউনিটে স্থানান্তরিত করে। পরের দিন সকালে শিশুটির মৃত্যু হয়েছে। মহিলার পরিবারের দাবি, বিয়ের এক বছর পর ওই নারী তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ফিরোজাবাদে তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। বিয়ের পরপরই তাদের মেয়ে এইচআইভিতে আক্রান্ত হয়।