ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

author-image
Harmeet
New Update
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুই দিন পর বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি তোশকের কারণে সিয়ানজুর শহরে ছেলেটি প্রাণে বেঁচে যায়। আজকা মাওলানা মালিক নামের শিশুটি দুই দিন ধরে আটকে পড়েছিল। মৃত দিদিমার পাশ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালের বাইরে স্থাপন করা তাঁবুতে আজকার হাত ধরে রেখেছিলেন তাঁর আত্মীয় সালমান আলফারিসি। তিনি বলেন, আজকারের অবস্থা এখন ভালো, সে আঘাত পায়নি। চিকিৎসক বলেছেন, শুধু খিদের কারণেই সে শারীরিকভাবে দুর্বল।