নিজস্ব সংবাদদাতাঃ তহবিল কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মুখে জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী মিনোরু তেরাদা পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে এক মাসের কম সময়ের মধ্যে তৃতীয় মন্ত্রী সরকার ছাড়লেন। এই পদত্যাগ ইতিমধ্যে সমর্থন কমতে থাকা প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। জুলাই মাসে সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আততায়ীর হাতে নিহতের পর থেকে কিশিদার প্রতি জনসমর্থন কমতে শুরু করে। ওই সময় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর নেতাদের সঙ্গে ইউনিফিকেশন চার্চ নামের ধর্মীয় গোষ্ঠীর পুরনো ও গভীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
japaসাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাতসুমতোকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। মাতসুমতোকে নিয়োগের পর সাংবাদিকদের কিশিদা বলেন, রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তি হলো জনগণের আস্থা। একজন রাজনীতিক হিসেবে আমাকে নিজের চারপাশের পর্যালোচনা করে জনগণের আস্থা ধরে রাখতে হবে।
২৪ অক্টোবর থেকে এখন পর্যন্ত তিন মন্ত্রীর পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিবার কিশিদা বলেছেন, তিনি ক্ষমা চাইতে চান। তার কথায়, ‘আমি খুব দায় অনুভব করছি’।নির্বাচনি প্রচারণার সময় বন্দুকধারীর গুলিতে সাবেক প্রধানমন্ত্রী অ্যাবে নিহতের পর এলডিপি নির্বাচনে জয়ী হয় কিশিদার নেতৃত্বে। তখন ধারণা করা হয়েছিল, ২০২৫ সালের আগ পর্যন্ত কোনও জাতীয় নির্বাচনের প্রয়োজন হবে না, তিন বছর নির্বিঘ্নে কাটাবেন কিশিদা।