নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার দিল্লিতে সফর করবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুক্রোহ গ্রামে সংঘর্ষের পর আসাম ও পার্বত্য রাজ্যের মধ্যে উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও সহিংসতার ফেডারেল তদন্তের দাবিতে একটি মন্ত্রিপরিষদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে খবর।
বৃহস্পতিবার সন্ধ্যার জন্য নির্ধারিত এই বৈঠকটি আসাম মন্ত্রিসভা সিবিআইকে সহিংসতার তদন্ত হস্তান্তর করার ঘোষণা দেওয়ার একদিন পরে এবং বেসামরিক ঝামেলা মোকাবেলা করার সময় রাজ্য পুলিশকে সংযম দেখাতে বলে।মঙ্গলবার ভোররাতে আসাম-মেঘালয় সীমান্তে পশ্চিম কার্বি আংলং জেলায় অবৈধভাবে কাঠ কাটার সন্দেহে আসাম বনরক্ষীরা মেঘালয়ের একটি যানকে আটকানোর পরে সমস্যা শুরু হয়। এর পরের সংঘর্ষে মেঘালয়ের পাঁচজন আদিবাসী গ্রামবাসী এবং একজন বনরক্ষী নিহত হন।