বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা

author-image
Harmeet
New Update
বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা। গ্রেফতার গুণধর ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সামরাইপুরের রিশা গ্রামে। ছোট ভাই সঞ্জয় আড়ির হাতে খুন হয় দাদা সুকুমার আড়ি। বয়স ৪৫ বছর। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। 

মৃতের মেয়ের দাবি, 'পুরনো বিবাদ আগে থেকেই ছিল। এবার একটা বাচ্চাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আমার ভাইজিকে নিয়ে চারধারে ছুটছিল কাকা। আমার বাবা ছাড়াতে যায়। তখন আমর বাবাকে মুগুর দিয়ে কাকা মাথায় মারে। অনেকদিন আগে থেকে আমার বাবাকে বলত মেরে দেবে, কেটে দেবে। কাকা আমার বাবার মাথায় মুগুর দিয়ে মারার জন্য আমার বাবা মারা যায়। পুলিশ এসেছিল বাবার দেহ উদ্ধার করে নিয়ে গেছে। এবং আমার কাকাকে ধরে নিয়ে গেছে।' খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযুক্ত ভাই সঞ্জয় আড়িকে গ্রেফতার করে। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।