বাইডেন প্রশাসন ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করেছে

author-image
Harmeet
New Update
বাইডেন প্রশাসন ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করেছে


নিজস্ব সংবাদদাতা: বাইডেন প্রশাসন বুধবার ইউক্রেন জুড়ে বিদ্যুৎ উৎপাদনকারী অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করেছে। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এই কথা জানিয়েছেন।

Kyiv counts damage after Russian missile strikes, at least six dead |  Reuters

 তিনি বলেন, "রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে ভয়ঙ্কর আক্রমণের দিকে ঝুঁকছে। শক্তি গ্রিড অবকাঠামোর ক্ষতি করছে। যেখানে কোনও সামরিক উদ্দেশ্যে লক্ষ্য করা যাচ্ছে না। এর পরিবর্তে পুতিন সরকারের লক্ষ্য ইউক্রেনীয়দের দুর্ভোগ ও মৃত্যু বৃদ্ধি করা"।
Russia-Ukraine war live: death toll rises after Russian strikes across  Ukraine; European parliament 'under cyber-attack'