সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

author-image
Harmeet
New Update
সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : হলদিয়া পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে বানানো হয়েছিল ইকোপার্ক। আর সেই পার্কের উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পার্ক এখনো সম্পূর্ণ চালু হয়নি। এই পার্ক নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যান এর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়েছিল। ২০১৭ সালে হলদিয়া পৌরসভায় ক্ষমতায় এসেছিলেন মা মাটি মানুষের সরকারের প্রতিনিধি তৃণমূল কংগ্রেস যার চেয়ারম্যান হয়েছিলেন শ্যামল কুমার আদক। মুলকুমা আদকের পরিকল্পনা নিয়েই ওই পার্কের পথচলা শুরু হয়েছিল।

 ২৩ নভেম্বর পার্কের সামনে অবৈধভাবে দোকান বসেছিল। সেই ব্যবসায়ীর একটি চা এবং খাবারের দোকানে আজকে সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড । আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার আবাসনের কর্মীরা। পার্কের সামনে অবৈধ দোকান কে বসালো এই নিয়ে শুরু হয়েছে এলাকার মানুষের মধ্যে আলোচনা। এই দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে দুটি মোটর বাইক ভস্মীভূত হয়। মোটরসাইকেলের ট্রাঙ্ক ফেটে আগুন আরো ছড়িয়ে যায়। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর। এই দোকান বসানোর অনুমতি কে দিল তা নিয়ে আঙুল তোলেন আইএসএফ জেলা নেতৃত্ব চিনাংশু গোস্বামী।