হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত কারখানা অ্যলয় স্টিল প্লান্ট এবং ন্যাশনাল সেল পাওয়ার কোম্পানি লিমিটেডের তৃণমূল শ্রমিক ইউনিয়নে ব্যাপক রদবদল। দুর্গাপুরে সিটি সেন্টারের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামের তৃণমূলের কার্যালয়ে এই তালিকা প্রকাশ করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি সমীর বিশ্বাস।
তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভাতে সাফ জানাচ্ছিলেন, তৃণমূল শ্রমিক সংগঠনে থেকে কোনোভাবে ঠিকাদারি করা যাবে না। একাধিক জায়গায় অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিম বর্ধমান জেলার তিনটি রাষ্ট্রয়াত্তর কারখানায় শ্রমিক সংগঠনে এই রদবদল করা হয়।