ট্রাফিক আউট পোস্টের উদ্বোধনে পুলিশ কমিশনার

author-image
Harmeet
New Update
ট্রাফিক আউট পোস্টের উদ্বোধনে পুলিশ কমিশনার

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : বুধবার অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর যাওয়ার রাস্তার মুখেই উদ্বোধন হল অন্ডাল ট্রাফিক গার্ডের আউট পোস্টের। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে হচ্ছে এই কাজ। এই আউটপোস্টটি তৈরি করতে আনুমানিক ব্যয় হবে ২১ লক্ষ ৮৯ হাজার ৭২৫ টাকা।


ট্রাফিক আউটপোস্টের উদ্বোধন করলেন এডিডিএর চেয়ারম্যান তথা রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আইপিএস সুধীরকুমার নীলাকান্তম, ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান শ্রী এস অরুন প্রসাদ, আইএএস। এদিনের অনুষ্ঠানে এসে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, 'আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আবেদনে এই বিমানবন্দর সংলগ্ন এলাকায় ট্রাফিক আউট পোস্ট তৈরি করা হল।' তিনি বলেন, ইতিমধ্যেই বিমানবন্দরে দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি প্রায় এক কোটি ৯০ লক্ষ টাকার কাজ করেছে । অনেক কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে কিছু কাজ বাকি আছে যা খুব শীঘ্রই শেষ হবে বলে দাবি করেন তিনি।