অতিমারির কারণে আর্থিক সংকটে ভুগছে রাজস্থান, জানালেন মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
অতিমারির কারণে আর্থিক সংকটে ভুগছে রাজস্থান, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ করোনা অতিমারির কারণে আর্থিক সংকটে ভুগছে রাজস্থান । এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।  মুখ্যমন্ত্রী বলেন,  কোভিড-১৯-এর প্রতিকূল পরিস্থিতি এবং রাজস্ব আয় হ্রাসের কারণে রাজস্থান জটিল আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।  কেন্দ্র থেকে তেমন কোনও সহযোগিতাও আসছে না বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে এহেন কঠিন পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য জরুরি পরিষেবায় সরকার আর্থিক সাহায্য করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলট।