পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে, সেটা সবাই বুঝতে পারছে : দিলীপ ঘোষ

author-image
Harmeet
New Update
পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে, সেটা সবাই বুঝতে পারছে : দিলীপ ঘোষ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় একটি সমাজসেবী সংস্থার পক্ষ থেকে সত্য সাঁই বাবার ৯৭ তম জন্ম দিবসের অনুষ্ঠানে পৌঁছে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্য সামগ্রী তুলে দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তারপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে ক্ষোভ উগড়ে দেন তিনি।শুভেন্দু অধিকারীর রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিতের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেন, 'আমি কি করে বলব উনি কেন যাননি। কাজ ছিল যায়নি। একথা উনি বলতে পারবেন।'

কেন্দ্র সারের দাম না কমানোর জন্য মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, সে ব্যাপারে বলেন, 'চিঠি না লিখে গিয়ে কথাবার্তা বলুন। কি সমস্যা আছে, না আছে। সার বিদেশ থেকে আনতে হয়। সেই জন্য ভর্তুকি দিয়ে দিতে হয়। যা যা বিদেশ থেকে আসে সেখানে ভর্তুকি দিতে হয় সরকারকে। পেট্রোল ডিজেল থেকে শুরু করে গ্যাস এবং সারে। সরকার যখন মনে করবেন নিশ্চয়ই কমাবেন। গত বছর এক একটা বস্তায় ১০০ টাকা করে কমিয়েছেন, আবার কমাবেন।'

বসিরহাটে তৃণমূলের দ্বন্দ্বে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে বলেন, 'এখন যে মারামারি হচ্ছে সেটা আর থামার নাম নেই। পুলিশ গেলেও তাকে টার্গেট করা হচ্ছে। কে থামাবে। গুন্ডা বদমাইসরা সব তৃণমূল পার্টি দখল করে নিয়েছে। নেতারা খালি বড় বড় কথা বলেন। আর চারিদিকে বোম-বন্দুক চলছে। তাদেরও জীবন আজ সুরক্ষিত নয়। অনেক নেতারাই মারা গেছেন। একদিনের দু'জন কাউন্সিলার মারা গেছেন। পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে সেটা সবাই বুঝতে পারছে।'