নিজস্ব সংবাদদাতাঃ বিদেশ ভ্রমনের ইচ্ছা আর চেপে রাখবেন না। ঘুরে আসুন আর্মেনিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর্মেনিয়া গত কয়েক বছর ধরে পুনরুত্থান ঘটেছে। রাজধানী ইয়েরেভানে ক্রমবর্ধমান বিলাসবহুল দৃশ্য গড়ে উঠেছে। যেখানে থিয়েটার, শপিং, ঐতিহাসিক জাদুঘর সকল কিছুই রয়েছে। তবে দুর্গম গ্রামাঞ্চলে পা না রেখে আর্মেনিয়ার কোনও ভ্রমণ সম্পূর্ণ হয় না। খোর ভিরাপ, যা ২,৫০০ বছরেরও পুরনো একটি মঠ। এছাড়া গার্নি গর্জ, যা একটি বিপজ্জনক গিরিখাতের উপরে অবস্থিত রোমান মন্দির।
আর্মেনিয়া ভ্রমনের উপযুক্ত সময় শীতকালে। জানুয়ারী থেকে মার্চ। রাজধানী ইয়েরেভান অবধি প্লেন ভাড়া ৬৪ হাজার টাকা, হোটেল খরচ প্রায় ৬ হাজার প্রতি রাত।