রাহুল গান্ধীকে দেখতে সাদ্দাম হোসেনের মতো : হিমন্ত বিশ্ব শর্মা

author-image
Harmeet
New Update
রাহুল গান্ধীকে দেখতে সাদ্দাম হোসেনের মতো : হিমন্ত বিশ্ব শর্মা

নিজস্ব সংবাদদাতা : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইরাকের প্রাক্তন স্বৈরশাসক "সাদ্দাম হোসেন" এর মতো দেখাচ্ছে এবং তিনি যদি সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরু বা মহাত্মা গান্ধীর মতো চেহারা করতেন তবে আরও ভাল হত।কংগ্রেসের গণসংযোগ উদ্যোগ চলমান ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীকে দাড়ি রাখতে দেখা যাচ্ছে। আর তাতেই খোঁচা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।

আহমেদাবাদে একটি জনসভায় রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি শুধু দেখেছি যে তার চেহারাও পরিবর্তিত হয়েছে। আমি কয়েকদিন আগে একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলাম যে তার নতুন চেহারাতে কোনও ভুল নেই। তবে যদি তাকে পরিবর্তন করতে হয়, চেহারাটা অন্তত সর্দার বল্লভভাই প্যাটেল বা জওহরলাল নেহেরুর মতো করে তুলবে। গান্ধীজির মতো দেখতে হলে ভালো হয়। কিন্তু আপনার মুখ কেন সাদ্দাম হোসেনে পরিণত হচ্ছে?" হিমন্ত বিশ্ব শর্মা কটাক্ষের সুরে বলেন, কংগ্রেসের সংস্কৃতি ভারতীয় জনগণের কাছাকাছি নয়। তাদের সংস্কৃতি এমন লোকদের কাছাকাছি যারা ভারতকে কখনও বোঝেনি।নির্বাচনমুখী গুজরাট ও হিমাচলে যাওয়া নিয়েও কংগ্রেসকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা। বলেছেন, পরাজিত হবেন বলে নির্বাচন আসন্ন রাজ্যে না গিয়ে, যেখানে ভোট নেই সেখানে প্রবেশ করছে রাহুলের ভারত জোড়ো যাত্রা।