নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমানের অন্ডালে বন দফতরের ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়ের মৃত্যু। গতকাল অন্ডাল বাজারে ওই ষাঁড়ের হামলায় কয়েকজন আহত হন। ২ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়টিকে কাবু করার চেষ্টা করে। অভিযোগ, ঘুম পাড়ানি গুলির ডোজ বেশি হয়ে যাওয়ায় ষাঁড়টির মৃত্যু হযেছে।