ফের বুরারিকাণ্ডের ছায়া ফিরল দিল্লিতে, খুন একই পরিবারের ৪ জন

author-image
Harmeet
New Update
ফের বুরারিকাণ্ডের ছায়া ফিরল দিল্লিতে, খুন একই পরিবারের ৪ জন


নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বুরারিকাণ্ডের ছায়া ফিরল দিল্লিতে। মঙ্গলবার রাতে রাজধানীর পালাম এলাকার একটি বাড়িতে এক পরিবারের অন্তত চারজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ। 










দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যে তার বাবা, মা, বোন ও ঠাকুমাকে খুন করেছে। তারা আরও জানায়, ২৫ বছর বয়সী কেশব নামে ওই আসামি মাদকাসক্ত। সম্প্রতি ড্রাগস অ্যাডিকশন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন তিনি।