নিজস্ব সংবাদদাতাঃ সিরীয় কুর্দি মিলিশিয়াতে সহযোগিতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার সীমান্তে পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট উত্তেজনায় সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি জানায়। এরপর তুরস্ক এই আহ্বান জানালো। সিরিয়ার মিত্র দেশ রাশিয়া ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে সিরীয় ভূখণ্ডে সামরিক শক্তি ব্যবহারে সংযমী হওয়ার জন্য। একই সঙ্গে তারা উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জারি রাখার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, সিরিয়া কুর্দিদের সহযোগিতা প্রদান বন্ধ করার জন্য।