‘রুশ বাহিনীর পদ্ধতিগত যুদ্ধাপরাধের পর্বতসম প্রমাণ রয়েছে’

author-image
Harmeet
New Update
‘রুশ বাহিনীর পদ্ধতিগত যুদ্ধাপরাধের পর্বতসম প্রমাণ রয়েছে’

নিজস্ব সংবাদদাতাঃ রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনে পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগের স্বপক্ষে পর্বতসম প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অপরাধ বিচার বিভাগের কর্মকর্তা বেথ ভ্যান শ্যাক। বেথ ভ্যান শ্যাক বলেন, 'ইউক্রেনের প্রতিটি অঞ্চলে যেখানে রুশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার পর্বতসম প্রমাণ রয়েছে। এর মধ্যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজন এবং বেসামরিক অবকাঠামোর ওপর নির্বিচারে হামলার মতো বিষয়গুলোও রয়েছে।' রুশ বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দিদের নির্যাতন এবং এ ধরনের অপরাধ ধামাচাপা দিয়ে রাখার প্রচেষ্টারও সমালোচনা করেন বেথ ভ্যান শ্যাক। ভ্যান শ্যাক বলেন, "প্রতিটি হামলার ঘটনায় মূল্যায়ন করতে হবে যে, আশেপাশে সামরিক টার্গেট ছিল কিনা। নাকি পুরোপুরিভাবে বেসামরিক উপাদানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।"